Sunday, 26 January 2014

""Opekkha"" -- Rudra Goswami

তোর চোখের মাপের
আকাশ আমি নই

তাই উড়তে বলিনি তোকে

তোর মনের মাপের
বাসাও নেই এ বুকে

তাই বসতে বলিনি আরবার

কিন্তু পাখি
তবু বলি শোন-

আমার আকাশে সীমানা
রাখিনি আমি

খাঁচাও রেখেছি খুলে

ফিরে দেখিস তোর আকাশে
ঝড় এলে...

4 comments: