Sunday, 26 January 2014

Lukochuri

ইদানীং আমার সকালগুলো ঘুম থেকে

জেগেও আবার পাশ ফিরে শো'য়!

আমার দুপুরগুলোও অভিমানী মেয়ে সেজে

ছাদের কোনে পা ঝুলিয়ে বসে থাকে।

বিকেলটাকে হাজার ডেকেও পাইনা এখন,

বারান্দার চন্দ্রমল্লিকা গাছটার
আড়ালে লুকোয়!

সন্ধ্যেটা এখন আর আমার চায়ের কাপে

সঙ্গী না হয়ে, আবছা কুয়াশায় ম্লান হয়ে থাকে।

শহরে রাত নামে, তবে আমার জানালায় সে অদৃশ্য

সারারাত; রাতকে পাওয়ার আশায় নির্ঘূম
জেগে থাকি!

No comments:

Post a Comment