Sunday, 26 January 2014

"এখন" ___তারাপদ রায়

মনে নেই,

আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা

তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম,

এখন
আর কিছু মনে নেই, তবু দুঃখ হয়

এখন, যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে

এখন, যখন একেকদিন খুব শীতের বাতাস

শুধু পাতা উড়িয়ে উড়িয়ে

আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস
ঘুরে ঘুরে;

এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ

হঠাত্ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে,

'কি ব্যাপার এবার কোথাও যাবে না?'

এখন আর কোনোখানে যাওয়া নেই,

এখন কেবল ঠান্ডা বাতাস, এখন বৃষ্টি, জল

আমার চারপাশ ঘিরে পাতা ওড়ে আর জল পড়ে

এখন তোমার জন্য দুঃখ হয়,

এখন আমার জন্য দুঃখ হয়,

আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা

তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন দুঃখ হয় ।

""Opekkha"" -- Rudra Goswami

তোর চোখের মাপের
আকাশ আমি নই

তাই উড়তে বলিনি তোকে

তোর মনের মাপের
বাসাও নেই এ বুকে

তাই বসতে বলিনি আরবার

কিন্তু পাখি
তবু বলি শোন-

আমার আকাশে সীমানা
রাখিনি আমি

খাঁচাও রেখেছি খুলে

ফিরে দেখিস তোর আকাশে
ঝড় এলে...

""EKBAR TUMI"" -- SHAKTI CHATTOPADHYAY

একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো-

দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর
ঝরে পড়ছে

পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল
নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল


একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো ।

বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো-

ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই
পাথরের পাল একের পর এক বিছিয়ে

যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন
কুমোরটুলির সালমা-চুমকি- জরি-
মাখা প্রতিমা

বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরোজা পর্যন্ত

দেখে আসতে পারি ।


বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল

চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই -

পাথরের ফাঁক - ফোকরে রেখে এলেই কাজ হাসিল
-
অনেক সময়তো ঘর গড়তেও মন চায় ।


মাছের বুকের পাথর ক্রমেই আমাদের

বুকে এসে জায়গা করে নিচ্ছে

আমাদের সবই দরকার । আমরা ঘরবাড়ি গড়বো -

সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো

রূপোলী মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে

একবার তুমি ভলবাসতে চেষ্টা করো ।

Lukochuri

ইদানীং আমার সকালগুলো ঘুম থেকে

জেগেও আবার পাশ ফিরে শো'য়!

আমার দুপুরগুলোও অভিমানী মেয়ে সেজে

ছাদের কোনে পা ঝুলিয়ে বসে থাকে।

বিকেলটাকে হাজার ডেকেও পাইনা এখন,

বারান্দার চন্দ্রমল্লিকা গাছটার
আড়ালে লুকোয়!

সন্ধ্যেটা এখন আর আমার চায়ের কাপে

সঙ্গী না হয়ে, আবছা কুয়াশায় ম্লান হয়ে থাকে।

শহরে রাত নামে, তবে আমার জানালায় সে অদৃশ্য

সারারাত; রাতকে পাওয়ার আশায় নির্ঘূম
জেগে থাকি!